আগৈলঝাড়ায় গাঁজা ও চোলাই মদসহ কথিত সাংবাদিক ও তার স্ত্রীসহ ৫ জন গ্রেফতার
আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় গাঁজা ও চোলাই মদসহ কথিত সাংবাদিক ও তার স্ত্রীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে, বুধবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার দর্জিরপাড়ে কথিত সাংবাদিক সুশান্ত সরকারে বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় কথিত সাংবাদিক সুশান্ত সরকার, পলাশ মল্লিক, ননী মন্ডল, শ্রাবনী গাইনকে আটক করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান গ্রেফতারকৃত ৫ জনসহ ৫১ লিটার দেশী চোলাই মদ, ১ শত ১০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।