দ্বি-স্তর টেস্ট নিয়ে মমিনুলের হতাশা, বললেন ‘খেলোয়াড়রা পিছিয়ে পড়বে’
সংবাদের আলো ডেস্ক: নিজেদের মধ্যে আরো বেশি ম্যাচ খেলতে ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিত তিন দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে আলোচনা করতে চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বৈঠকে বসবেন বলেও এক প্রতিবেদনে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। তবে ব্যাপারটিকে ‘হতাশার ’ বলছেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মমিনুল হক। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে মমিনুল বলেন, ‘এটা শুনে খুবই হতাশ হয়েছি।সোজা কথা বললে, আমি কোনো দলেকে ছোট করে দেখছি না, কিন্তু আমি নিশ্চিত নই যে, দ্বিতীয় স্তরে খেললে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমি জানি না যে আমরা যদি ভালো খেলি, তবে আমরা প্রথম স্তরে উন্নীত হতে পারবো কি না।’ তিনি আরো বলেন, ‘দুই স্তরের টেস্ট চালু হলে ম্যাচের সংখ্যা কম হবে এবং এটি টেস্ট খেলোয়াড়দের জন্য খুবই হতাশাজনক। আমি মনে করি এটি আমাদের জন্য ভালো হবে না। সোজা কথা, যদি আমরা ভালো দলের বিপক্ষে না খেলি, তাহলে আমাদের খেলার উন্নতি করবে না এবং আমরা নিজেদের মধ্যে খেললে আমাদের স্তর একই রকম থাকবে।’‘যখন আপনি ভালো দলের বিপক্ষে খেলবেন, তাদের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে গিয়ে কোথায় আপনাকে উন্নতি করতে হবে সেটা বুঝতে পারবেন। আপনি টেস্ট ক্রিকেটকে কোথায় নিতে চান, তা আপনি বুঝতে পারবেন। যদি দুই স্তরের টেস্ট চালু হয়, তাহলে টেস্ট ক্রিকেটের মূল্য কমে যাবে, কারণ ম্যাচের সংখ্যা কম হবে এবং এর মূল্য কমে যাওয়ায় খেলোয়াড়রা সাদা বলের ক্রিকেটের দিকে ঝুঁকবে। ’— যোগ করেন মমিনুল। এর আগে দুই স্তরের টেস্টের তীব্র সমালোচনা করেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লয়েড। তিনি বলেছেন, টেস্ট ক্রিকেটে সংগ্রাম করা দলগুলোর বরং শীর্ষ দলগুলোর বিপক্ষে আরো বেশি খেলা নিশ্চিত করার দিকে মনোযোগ দেওয়া উচিত সবার। ‘আমার মনে হয়, যে সব দেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য এত কঠোর পরিশ্রম করেছে, তাদের জন্য ভয়ঙ্কর হবে বিষয়টি (দুই স্তর টেস্ট)। এতে তারা নিচের স্তরে নিজেদের মধ্যে খেলবে। কীভাবে তারা উন্নতি করবে? (উন্নতি করবে) যখন তারা শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলবে।’ দুই স্তর টেস্ট কাঠামো চালু হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৭ দল থাকতে পারে প্রথম স্তরে, বাকি ৫ দল দ্বিতীয় স্তরে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা খেলবে প্রথম স্তরে। এর বাইরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড খেলবে দ্বিতীয় স্তরে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।