বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরকারি রাস্তার গাছ চুরির দায়ে সলঙ্গায় বিএনপি নেতা মুকুলকে দলের সব পদ থেকে অব্যাহতি

মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় আ’লীগ নেতাকে সাথে নিয়ে বিএনপি নেতা সরকারি রাস্তার গাছ চুরি করে বিক্রি করায় গত কয়েকদিনে জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। সেই নিউজের আলোকে গত ৩ জানুয়ারি সলঙ্গা থানা বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া যায়। আজ শনিবার থানা বিএনপির নির্দেশিত হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি রাস্তার গাছ চুরি করে বিক্রি করার দায়ে থানা বিএনপির দলীয় প্যাডে দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান সুমনের স্বাক্ষরিত অব্যাহতি পত্রে সলঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদসহ ফেরদৌস জামান মুকুলকে সাময়িক বরখাস্ত (অব্যাহতি) প্রদান করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ