বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

১২ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দীর্ঘ ১২ বছর পর এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি। শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডার এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে, সর্বশেষ ঢাকা সফর করেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। ‘ডি-৮’ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি।স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেন ইসহাক দার। দারের সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশ ইতিমধ্যে তাদের সহযোগিতা বাড়ানোর জন্য উল্লেখযোগ্য পদক্ষেপও নিয়েছে। এর মধ্যে রয়েছে- বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং দুই দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক বাণিজ্য শুরু করা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ