মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গলাচিপায় সমাজসেবা দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ওয়াকাথন ও মুক্ত আড্ডার মধ্য দিয়ে পটুয়াখালী জেলার গলাচিপায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

২ জানুয়ারী, বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ‘নেই পাশে যার, সমাজসেবা আছে তার’-এ প্রতিপাদ্যে সেখান থেকে একটি ওয়াকাথন বের করা হয়।
ওয়াকাথনটি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.  সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার হাওলাদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল কবির, একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ, তথ্য আপা ইসমত আরা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি প্রমুখ ।এ সময় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর।
পরে মুক্ত আড্ডায় কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়