রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কমলাপুর স্টেশনের ডিসপ্লেতে আপত্তিকর ভিডিও

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের মনিটরে গভীর রাতে আপত্তিকর ভিডিও ভেসে ওঠার ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত যাত্রীরা পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন। জানা গেছে, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত যাত্রীরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমলাপুর স্টেশনের ডিসপ্লেতে আপত্তিকর ভিডিও দেখা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (রেলওয়ে) আনোয়ার হোসেন। তিনি জানান, সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে হ্যাকাররা এমনটি করতে পারে, এই মর্মে গত অক্টোবর মাসে রেলওয়ে বরাবর আমরা একটা চিঠি দিয়ে জানিয়েছিলাম।তিনি বলেন, তারপরও কারা, কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত করছি। ইতোমধ্যে এ ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে, গত ২৮ অক্টোবর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রল উঠেছিল। সে ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর খুলনা রেলওয়েতেও এমন একটি ঘটনা ঘটেছিল।স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণা দেখা যায়। ডিজিটাল স্ক্রিনে দেখা যায়, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’- বিষয়টি ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকেন। তারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করেন। এ ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়