বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই ৩ পরিবারের মাঝে ৫ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। এর আগে তাদের ২৫ কেজি করে চাল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম লেলিন‘ ক্যাব’ সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়ীয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে বাচ্চু মিয়া, আব্দুস সামাদের ছেলে তুফা ভুঁইয়া ও মৃত বাবার আলী আকন্দের ছেলে মুন্টু মিয়া আকন্দের বাড়িতে আগুন লাগে। আগুনে ৩টি পরিবারের ঘর ও ১টি গরুসহ সব কিছুই পড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়ে অসহায় পরিবারগুলো।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।