বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রৌমারীতে সিসটেক ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার মর্নিংসান কিন্ডার গার্টেন, টাপুরচর স্কুল এন্ড কলেজ ও যাদুরচর ডিভাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলসহ ৩ টি কেন্দ্রে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।এই পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ৫’শতাধীক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই ৩ টি কেন্দ্রের পরীক্ষার দায়িত্ব পালন করেন মো: সোহরাব হোসেন অধ্যক্ষ মর্নিংসান কিন্ডার গার্টেন, রৌমারী মর্নিংসান কিন্ডার গার্টেন কেন্দ্রের দাত্বিতে ছিলেন,জিয়াউর রহমান সিনিয়র শিক্ষক মর্নিংসান কিন্ডার গার্টেন ও ওয়াজেদ আলী , রাশেদুল ইসলাম শিক্ষক সিটি কলেজ, যাদুরচর ডিভাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে নয়ন মিয়া সহকারি শিক্ষক মর্নিংসান কিন্ডার গার্টেন, আমিনুল ইসলাম আল আমিন  বিজ্ঞান একাডেমিক, এমদাত হোসেন ডিভাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল, টাপুরচর স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ আমিনুল ইসলাম বড়াইকান্দী, আব্দুল খালেক এফ এফ স্কুল পরিচালক, সিরাজুল ইসলাম শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজ, কেন্দ্র গুলি পরিদর্শন করেন সিসটেক ফাউন্ডেশনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠুন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, বাংলাদেশের সকল কিন্ডার গার্টেন, প্রি-ক্যাডেট, প্রিপারেটরিসহ সকল উন্নতমানের বিদ্যালয় সমূহের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ভাবে উৎসাহ প্রদান করা, শিক্ষকদের মানোন্নয়ন মূলক প্রশিক্ষণ, শিক্ষকদের বিভিন্ন ভাবে সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কার্য্যক্রম পরিচালনা করার লক্ষ্য নিয়ে গঠিত হয় সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটি গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা, নার্সারী পঞ্চম শ্রেণীর শিশুদের মেধার ভিত্তিতে বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করাসহ নানা মুখি কার্যক্রম পরিচালন করে আসছে।সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠু বলেন,সিসটেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান ও পরিচালক আতিকুর রহমান  স্যারের সফল প্রচেষ্টা ও রৌমারী উপজেলার ৩ টি কেন্দ্রে শিক্ষকদের সহযোগিতায় ২০০৮ সাল থেকে এ কার্যক্রম চালিয়ে আসছি। আমরা আশা করছি আগামীতে সিসটেক ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের নানা মুখি সহযোগিতা করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়