বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজানে দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ৪ টায় রাউজান প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে প্রেস ক্লাবের ব্যস্থাপনায় সংগঠনের সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সমাজ সেবা অফিসার মো. মনির হোসেন।  সংগঠনের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা গাজী জয়নাল আবেদীন যুবায়ের।এতে বিশেষ অতিথি ছিলেন মো. জুলফিকার ওসমান সিআইপি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের এম. জাহাঙ্গীর নেওয়াজ, দৈনিক প্রথম আলোর এস.এম. ইউসুফ উদ্দিন।এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি ভোরের কাগজের রমজান আলী, যীশু সেন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের কামাল উদ্দিন, সহ সভাপতি আমাদের সময়ের হাবিবুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক সংবাদের আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আমার সংবাদের লোকমান আনসারী, সময়ের আলোর আমির হামজা, বাংলাদেশ পোস্টের সাজ্জাদ হোসেন, আজকের পত্রিকার আরফাত হোসেন ,সকালের সময়ের আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত, সোহেল রানা প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়