বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগাতিপাড়ায় কিশোরী ফুটবল দল উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় কিশোরী ফুটবল দলের উদ্বোধন ও খেলোয়াড়দের মাঝে খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের আয়োজনে এসব বিতরণ করা হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম’র সভাপতিত্বে ও বাগাতিপাড়া ইউনিয়ন ভূমিহীন সংগঠনের সম্পাদক ইসমাইল হোসেন সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম। এসময় বক্তব্য রাখেন,সাংবাদিক প্রভাষক আরিফুল ইসলাম তপু,ভূমিহীন সংগঠনের উপজেলা কমিটির সহ-সভাপতি জালাল উদ্দিন ও সম্পাদক খায়রুল ইসলাম এবং কিশোরী ফুটবলের দলের কোচ মোহাম্মদ আলী,নিজেরা করি সংস্থার অত্র শাখার প্রোগ্রাম অর্গানাইজার শাহ্ মিস বিউটি,মানবাধিকার কর্মী কিশোরী আহসিনা ইসলাম মিথিলা প্রমুখ। উল্লেখ্য, উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ৭টি বিদ্যালয়ের কিশোরী ফুটবল খেলোয়াড়দের মাঝে ৪৬টি বুট ও জার্সি সহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়