শহীদ জিয়াউর রহমানের সমাধিতে আব্দুস সালাম পিন্টুর শ্রদ্ধা
সংবাদের আলো ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে সরাসরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যান তথা জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এ শ্রদ্ধা জানান তিনি।এর আগে, মঙ্গলবার সকাল ১১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান পিন্টু। শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।