আশুলিয়া মরদেহ পোড়ানোয় পাঁচ জনের বিরুদ্ধে পরোয়ানা
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2024/12/100.webp)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সংবাদের আলো ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা-১৯ এর সাবেক এমপি সাইফুল ইসলামসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এই ঘটনায় তদন্ত প্রতিবেদন ২৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন আদালতে দাখিলের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনার আইনশৃঙ্খলা বাহিনীর আরও চার জনের সম্পৃক্ততা তারা পেয়েছেন।
পাশাপাশি ঢাকা-১৯ এর সাবেক এমপি সাইফুল ইসলাম নিজেও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছেন। এসব কিছু আমলে নিয়ে তারা আজ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।গত ১১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ছয় জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগ দায়ের করা হয়।![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/12/a01d5eb9-0c66-428e-aa3e-76891e53a7b9-19.jpg)
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/12/77361b44-9738-42a2-b5c8-3943d1025064-2.jpg)
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/12/467354826_1529140554418640_3201683919999949656_n.jpg)
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/12/a01d5eb9-0c66-428e-aa3e-76891e53a7b9-19.jpg)
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।