চাঁদপুরে ৭ জন নাবিক হত্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ
জবি সংবাদদাতা: চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একই জাহাজ থেকে তিনজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা গেছেন। সবমিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল (বি-১৯৫২) এর কেন্দ্রীয় সভাপতি মোঃ মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক মোঃ সুমন ভূঁইয়া।সোমবার (২৩ ডিসেম্বর) নৌ-যান শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন মিলন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় সভাপতি মোঃ মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক মোঃ সুমন ভূঁইয়া যৌথ বিবৃতিতে বলেন, চাঁদপুরস্থ হরিনা ফেরী ঘাটের নিচে ডাকাতদল কতৃক মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজ এর মালিকানাধীন এম.ভি আল বাখেরা (এম.নং- ১৩৯৪৬) কোষ্টাল জাহাজে কর্মরত ৮ (আট) জন নাবিককে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।যৌথ বিবৃতিতে তারা আরও বলেন, নেতৃবৃন্দ এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং অবিলম্বে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানান। নেতৃবৃন্দ আরও বলেন নৌ-পথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে সরকার ও প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।