সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

পঞ্চগড়ে আবার নামলো তাপমাত্রার পারদ, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সংবাদের আলো ডেস্ক:পঞ্চগড়ে আবারও নামলো তাপমাত্রার পারদ। টানা একসপ্তাহ ধরে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। রোববারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। জেলায় দ্বিতীয় দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে দেখা মিলছে ঝলমলে রোদের, তবে নেই উত্তাপ। সেই সাথে বইছে উত্তরের ঠান্ডা বাতাস। ফলে জেলাজুড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। শীতের তীব্রতার কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাড়নায় এই শীতেও তাদের কাজে যেতে হচ্ছে তাদের। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমে বলেন, আজকে ফের তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে থাকে। এটি মৃদু শৈত্যপ্রবাহ।  রোববার  ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এর থেকে তাপমাত্রা আরও কমতে পারে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়