সিরাজগঞ্জে ফেসবুকে হত্যার হুমকি দিয়ে কলেজ ছাত্র মহাথিরকে হামলা
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সয়াধানগড়া দক্ষিণপাড়া এলাকায় প্রকাশ্যে ছাত্র আরাফাত ইসলাম মহাথিরকে (২২) হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামিয়া সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী আরাফাতকে ঘিরে ধরে সন্ত্রাসীরা র্যাকেট খেলার বিরোধের জেরে পরিকল্পিত হামলা চালায়।হামলায় নেতৃত্ব দেয় আসামি মোঃ মানিক (৩৫), মোঃ সাগর (২০), মোঃ সোহেল (৪৫) এবং আরও ৪-৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, আসামি সাগর হাতে থাকা বার্মিজ চাকু দিয়ে আরাফাতের গলায় আঘাত করার চেষ্টা করে। আরাফাত হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করলে চাকুর আঘাতে তার বাম হাত গুরুতর জখম হয়। এরপর সাগর পুনরায় আঘাত করলে চাকুটি আরাফাতের জ্যাকেট কেটে দেয়।
এছাড়া অন্যান্য আসামিরা এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে আরাফাতের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা-জখম করে। এসময় আসামি মানিক আরাফাতের গলা থেকে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা) ছিনিয়ে নেয়। আরাফাতের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত আরাফাত সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।ঘটনার পর আরাফাত বলেন, র্যাকেট খেলার কেন্দ্র করে বিভিন্নভাবে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল৷ আজ আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি৷ সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।