রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
সংবাদের আলো ডেস্ক:বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, জাপান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদান করছে। একই সঙ্গে তিনি জানান, বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের উন্নয়ন ছাড়াও দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে কাজ করে যাচ্ছে জাপান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাপানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাপানকে বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে বলেন, “বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে জাপানের অবদান অত্যন্ত প্রশংসনীয়।”রাষ্ট্রপতি আরও বলেন, আইসিটি, চিকিৎসা সরঞ্জাম, পর্যটনসহ বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্মানজনকভাবে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য রাষ্ট্রপতি জাপান সরকারকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি দায়িত্ব পালনে বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জাপানের পক্ষ থেকে ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।