সলঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বাঙ্গালী জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সলঙ্গা ডিগ্রী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযোদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ কার্যক্রমের শুরু করেন সলঙ্গা থানা পুলিশ প্রশাসন। এরপর সলঙ্গা থানা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল,সলঙ্গা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠন সহ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেছে। বিজয় দিবসকে কেন্দ্র করে সলঙ্গা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকেলে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক কমিটির ১নং সদস্য ও সাবেক সভাপতি মোঃ আফছার উদ্দিন এর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন দিয়ে বিজয় মিছিল করেছে। ইউনিয়নের ভেংড়ী তৈল পাম্প থেকে মিছিল শুরু করে বিভিন্ন বাজার প্রদর্শন করে শলী বনানী বাজার গিয়ে মিছিল শেষ করেছে। এসময় বিজয় মিছিলে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,বিএনপি নেতা আব্দুল লতিফ, আব্দুর রহিম,যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, যুবদলের আহবায়ক পদপ্রার্থী আব্দুল মালেক সেখ,আশরাফ আলী,থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা,ছাত্রনেতা রাসেল এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য দলীয় নেতাকর্মী।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।