বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

সংবাদের আলো ডেস্ক:রূপগঞ্জের পূর্বাচলের একটি লেক থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ২ নং সেক্টরের বউরারটেক এলাকার লেকের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে তিনশো ফিট সড়কের ৪ নাম্বার সেতুর নীচে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। সুরহতালে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান পুলিশের কর্মকর্তারা। নারায়ণগঞ্জের (গ- সার্কেল) সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান এই ঘটনায় এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। নিরাপত্তা পরিস্থিকি স্বাভাবিক রয়েছে। এ ছাড়াও সার্বিকভাবে এলাকায় আরও পুলিশি কার্যক্রম বাড়ানো হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----