বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে স্কুলে বন্দুক হামলায় ৫ জন নিহত

সংবাদের আলো ডেস্ক:যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসনে একটি খ্রিস্টান স্কুলে ঘটেছে বন্দুক হামলার ঘটনা। এই ঘটনায় হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। স্থানীয় সময় সোমবার (১৬ ডিসেম্বর) ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটা শিশুও রয়েছে। ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস বলেছেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস সোমবার রাতে হামলাকারীকে স্কুলের ১৫ বছর বয়সী ছাত্রী হিসাবে শনাক্ত করেছেন। কর্তৃপক্ষ বলছে, হামলাকারী গুলি চালানোর আগে অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে উপস্থিত ছিল এবং ঘটনাস্থলে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়