কালুখালীতে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
জুয়েল সরদার, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বর সকালে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয় র্যালিটি কালুখালী উপজেলা সড়ক ও রতনদিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।