উল্লাপাড়ায় অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা এজেন্টের ২৮ লাখ টাকা ছিনতাই
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর ম্যানেজার এবং তার সহযোগী (ক্যাশ অফিসার) কে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উল্লাপাড়া বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ কর্মরত ম্যানেজার মামুন হোসেন এবং সহকারী ক্যাশ মিরাজ হোসেন কে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উল্লাপাড়া পৌর বাসটার্মিনাল এর পাশে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত একদল অস্ত্রধারী মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে সন্ধ্যা ৭ টার দিকে তাড়াশ উপজেলার হামকুরিয়া এলাকায় তাদের অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে এলাকাবাসী উদ্ধার করে পুলিশ কে জানায়।
উল্লাপাড়া ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর সত্বাধিকারী মীর আব্দুল মান্নান জানান তার ম্যানেজার ও সহকারী ক্যাশ অফিসার বিকেলে ব্যাংকিং শেষে ২৮ লাখ টাকা নিয়ে উল্লাপাড়ার কয়রা, মোহনপুর ও উধুনিয়ার ডাচ বাংলার সাব-এজেন্ট কে দিতে যাওয়ার পথে, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত একদল অস্ত্রধারী তাদের কে অপহরণ করে টাকা ছিনতাই করে। তিনি আরো জানান তার ম্যানেজার ও সহকারী ক্যাশ অফিসার কে মারধর করে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান উল্লাপাড়া পৌর বাসটার্মিনালের পাশে থেকে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকে কর্মরত ২ জন কে অপহরণ এর ঘটনা ঘটেছে। অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্তের কাজ চলছে, তবে কত টাকা নিয়েছে এখনো জানা যায়নি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।