বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব

সংবাদের আলো ডেস্ক:দেড় যুগ ধরে পেশাদার ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার। এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে কোনো দিন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। কিন্তু ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে ক্রিকেট পাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে। 

তবে তখন (৪ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে এ ধরনের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে তখন পর্যন্ত কোনো রিপোর্ট তাদের কাছে আসেনি বলে জানিয়েছিলেন বিসিবি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। আগামী ৭ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল পেয়ে যাওয়ার কথা সাকিবের।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----