মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সৌদি আরবে আরও ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

সংবাদের আলো ডেস্ক: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর সৌদি আরব। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আরও ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ নভেম্বর থেকে এ অভিযান চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন সংস্থা এ অভিযান চালিয়েছে। এর মধ্যে আবাসন আইন ভঙ্গ করায় ১১ হাজার ২৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে চার হাজার ৭৭৩ জনকে এবং শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে দুহাজার ৯৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়