বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্বর্ণের ভরিপ্রতি দাম কমল ১৪৮১ টাকা

সংবাদের আলো ডেস্ক:দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) থেকে বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ৪৮১ টাকা কমে বেচাকেনা হবে।

আজ রোববার রাত ৮টায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা আগামীকাল থেকে ভালো মান বা ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৭ হাজার ২২৭ টাকায় বেচাকেনা হবে।রোববার (১ ডিসেম্বর) বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে আজ রোববার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায় বেচাকেনা হয়, যা আগামীকাল থেকে এক লাখ ৩৭ হাজার ২২৭ টাকা বেচাকেনা হবে। এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯২ হাজার ১৩৪ টাকায় বেচাকেনা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়