মোদি-শেখ হাসিনা-ইসকন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে: মান্না
সংবাদের আলো ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমার দেশের ইসকন বা হিন্দুদের নিয়ে ভারতের এতো মাথা ব্যথা কেন। আগে শেখ হাসিনা ভারতের পা ধুয়ে পানি খেতো। এখন আমরা তাদের দিকে পা বাড়াই না। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় এমন বক্তব্য রাখেন তিনি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেয়ায় ভারতের সমালোচনাও করে তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে খুব বাজে কাজ করেছে ভারত।
সাম্প্রতিক ইসকন ইস্যু নিয়ে মান্না বলেন, নরেন্দ্র মোদি-শেখ হাসিনা-ইসকন তারা সবাই মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ইসকনদের ছেড়ে দিলে হবে না। আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকাররে প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি। এসময় আওয়ামী লীগের রাজনৈতিক কামব্যাক এক রকম অসম্ভব উল্লেখ করে মান্না বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না। উল্লেখ্য, সংস্কার কাজ শেষ করে সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।