দ্বিতীয় দিনের মতো নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ শ্রমিকদের
সংবাদের আলো ডেস্ক: ৪ বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় প্রায় ৫ বছর আগে করোনার দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, আন লিভ সার্ভিস বেনিফিট এর দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।
তাদের এই আন্দোলনের ফলে বন্ধ রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। তাদের এই আন্দোলনের ফলে উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাতেও শ্রমিকরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার তাদের বোঝানোর চেষ্টা করলেও কোন সুফল আসেনি। একপর্যায়ে পুরাতন ইপিজেড সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।