ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
অনলাইন ডেস্ক: ব্যাটারদের ব্যর্থতায় বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো সফরকারী বাংলাদেশ। মঙ্গলবার শেষ হওয়া ম্যাচের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।’ ৩৩৪ রানের লক্ষ্য নিয়ে নেমে ৯ উইকেটে ১৩২ রান করার পরই থেমে যায় টাইগারদের ইনিংস। দিনের প্রথম সেশনের মাত্র ৭ ওভারেই হাতে থাকা দুই উইকেট হারায় বাংলাদেশ। আর আঘাত পেয়ে মাঠ ছাড়েন শরিফুল ইসলাম। এতেই ২০১ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করলো বাংলাদেশ।’ আগের দিনের সাত উইকেটে ১০৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় ওভারেই বিদায় নেন হাসান মাহমুদ। আলজারি জোসেফের অফস্টাম্পের সামান্য বাইরে রাখা বলে ডিফেন্স করতে গেলে ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার হাতে। ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি হাসান মাহমুদ। বেশিদূর আগাতে পারেননি জাকেরও। আলজেরি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন জাকের। ৫৮ বলে ৫টি চারের সাহায্যে ৩১ রান করেন তিনি। এরপর তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে আলজেরির জেডেন সিলসের বলে শরিফুল মাথায় আঘাত পেলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে আসেন। মাঠে ফিজিও ঢুকে প্রাথমিক চিকিৎসা দিলেও আর কোনো ঝুঁকি নেননি তারা। এতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।’
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।