মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সংবাদের আলো ডেস্ক: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক যান। পরে ৪টা ৪৫ মিনিট হতে ৫টা পর্যন্ত মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে যানজটের সৃষ্টি হয়।এ সময় তারা সনাতনীদের ৮ দফা দাবি বাস্তবায়ন, সারাদেশে সনাতনীদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চিন্ময় প্রভুর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, সনাতনী সনাতনী’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়