রিমান্ড শেষে বিশেষ নিরাপত্তায় আদালতে কামরুল ইসলাম
সংবাদের আলো ডেস্ক:রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আট দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনা হয় তাকে। এর আগে গত ১৮ নভেম্বর কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত ইউনিট ডিবির প্রতিনিধিদল। পরদিন আদালতে তোলা হলে বাদী পক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৯ জুলাই বৈষম্যবিরোধী গণআন্দোলনের সময়য় ঢাকার নিউমার্কেট এলাকার প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাসহ মোট ১৩০ জনের বিরুদ্ধে ২১ আগস্ট হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আমির হোসেন আমু প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।