সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাত্র ৭ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল যে দেশ

সংবাদের আলো ডেস্ক: পুরুষদের আন্তর্জাতি টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড গড়েছে আইভরি কোস্ট। রোববার (২৪ নভেম্বর) নাইজেরিয়ার বিপক্ষে আইসিসি টি২০ বিশ্বকাপ সাব-রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ার গ্রুপ সি-র ম্যাচে মাত্র ৭ রানে গুটিয়ে যায় তারা। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নাইজেরিয়ার লাগোসে।

প্রথমে ব্যাট করে নাইজেরিয়া ৪ উইকেটে ২৭১ রানের বিশাল স্কোর গড়ে। সেলিম সালাউ ৫৩ বলে ১১২ রান (রিটায়ার্ড আউট), সুলায়মান রানসেউ ৫০ রান (২৯ বল) এবং আইজ্যাক ওকপে ২৩ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন।এরপর শুরু হয় আইভরি কোস্টের ব্যাটিং ধস। নাইজেরিয়ার বোলারদের দাপটে ৭.৩ ওভারে ৭ রানে অলআউট হয়ে যায় তারা। বাঁহাতি স্পিনার আইজ্যাক ডানলাদি এবং বাঁহাতি পেসার প্রসপার উসেনি তিনটি করে উইকেট নেন। ডানহাতি পেসার পিটার আহো দুটি এবং সিলভেস্টার ওকপে একটি উইকেট শিকার করেন। আইভরি কোস্টের ওপেনার ওয়াতারা মোহাম্মদ সর্বোচ্চ ৬ বলে ৪ রান করেন। দলের বাকি ব্যাটারদের স্কোর ছিল: ৪, ০, ১, ০, ০, ১, ০, ১, ০* এবং ০।

এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার কোনো দল এক অঙ্কের স্কোরে অলআউট হলো। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ১০ রান, যা ২০২৩ সালে স্পেনের বিপক্ষে আয়ল অফ ম্যান এবং ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে সিঙ্গাপুরের ম্যাচে দেখা গিয়েছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়