সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

৪ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন

সংবাদের আলো ডেস্ক: সরকার ৪৩ থেকে ৪৭তম বিসিএসে মোট ১৮ হাজার ১৫৪ জন প্রার্থী নিয়োগ দেবে। রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিদায় দেওয়া হবে।ড. মো. মোখলেস উর রহমান বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২০৬৪ জন, ৪৪তম বিসিএসে ১৭১০, ৪৫তম বিসিএসে ২৩০৯, ৪৬তম বিসিএসে ৩১৪০ এবং ৪৭তম বিসিএসে ৩৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। নতুন একটি পদ্ধতি হওয়ায় অনেকে জমা দেওয়ার কাজটি ঠিক করতে পারছেন না, সে জন্যই সময় বাড়ানো হয়েছে। এছাড়াও ডিসি নিয়োগ নিয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগের সংবাদ প্রচার হয়েছে তা ভুল এবং মিথ্যা ছিল। এ ব্যাপারে তিন উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি করা হয়েছিল, কমিটি আমার বিরুদ্ধে আসা অভিযোগের সত্যতা পায়নি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ থাকায় কিছু পদে শুন্যস্থান তৈরি হয়েছিল। এছাড়া নতুন সরকার গঠনের পর অনেকে চাকরি ছেড়েও চলে গেছেন। সেজন্যই ক্যাডার এবং নন ক্যাডার মিলে এই সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে। কোটা নিয়ে সবশেষ হাইকোর্টের যে নির্দেশনা ছিল সে অনুযায়ী এসব পদের নিয়োগ দেওয়া হবে। ডেপুটি সেক্রেটারি থেকে যুগ্ম সচিব পদে, যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদের পদোন্নতি দেওয়া হবে। নতুন ডিসি ফিটলিষ্ট শুরু হবে শিগগিরই। বঞ্চিত অতিরিক্ত সচিব যাদের চাকরির মেয়াদ এক থেকে দুই মাস আছে তাদের গ্রেড ১ দেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----