বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে মারামারি
সংবাদের আলো ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা শহরের গর্ভমেন্ট মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। সংগঠনটির শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ওই স্কুলের ভেতরে সভার আয়োজন করা হয়। সভায় শহর ও উপজেলা থেকে শিক্ষার্থীরা আসে। এক পর্যায়ে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পক্ষ তৈরি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং আরেক জনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। ৪/৫ জন আহত হলেও থানায় কেউ অভিযোগ দেয়নি। পেলে আইনি ব্যবস্থা নেবো। সূত্র: একাত্তর টিভি
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।