শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়ক অবরোধ

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিংমলে চুরি ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো দোকান বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন দোকান মালিক ও কর্মচারীরা। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় একঘণ্টা যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সোয়া একটার দিকে তারা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন দোকান মালিক ও শ্রমিকরা। শুধুমাত্র শপিংমলটির সামনের সড়ক তারা অবরোধ করেছেন। পরে তারা সড়ক থেকে সরে যান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়