বিদেশে পালাতে পারেন কারাগারে থাকা আমির হোসেন আমু!
সংবাদের আলো ডেস্ক: কারাগারে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বিদেশে পালাতে পারেন বলে আদালতকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রেজাউল করিম। এরপর তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। সোমবার এ আদেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন। দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি আদালতে উপস্থাপন করে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
এতে বলা হয়, আমির হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ নিয়ে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর/কাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত করে বিদেশ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান কাজ পরিচালনার জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। আমু ও তার মেয়ে সুমাইয়া হোসেন, এপিএস ফকরুল মজিদ মাহমুদ এবং তার স্ত্রী রাফেজা মজিদ দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।