নবীনগরে কৃষি প্রণোদনা উদ্বোধন
মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বুধবার (০৬ নভেম্বর) সকালে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. জহিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফারুক-ই-আজম।
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক বিঘা জমিতে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে গম ২০ কেজি, ভূট্টা ০২ কেজি, সরিষা ১ কেজি, সূর্যমুখী ১ কেজি, চিনাবাদাম ১০ কেজি, পেয়াজ ১ কেজি, মসুর ৫ কেজি, খেসারী ০৮ কেজি, উফশী ধান বীজ ০৫ কেজি, হাইব্রিড ধান বীজ ০২ কেজি, হাইব্রিড সবজি ৪০ গ্রাম এবং রাসায়নিক সার ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার করে বিনামূল্যে দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে ১২৯৭০ জন কৃষকের মাঝে উক্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।