নেত্রকোনায় ডিবির অভিযানে ৭৫০ কেজি চিনিসহ দুজন আটক
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ডিবি অভিযানে একটি পিকাপ ব্যান থেকে ৭৫০ কেজি ভারতীয় চিনিসহ ছামিম আহমেদ রেজভি(২৪) ও মো. আবুল (৩৮) নামের দুই চোরাকারবারিকে আটক করা হয়।
রবিবার(৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে জেলা পুলিশের ভেরিফাইড ফেইসবুক পেইজে পোষ্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
তথ্য অনুযায়ী, রবিবার দুপুর ২ টা ৪০ মিনিটে জারিয়া সাকিনসহ নিরিবিলি হোটেলের সামনে সীমান্ত দিয়ে অবৈধভাবে চিনি নেয়ার সময় ডিবি (পশ্চিম) এর একটি টিমের বিশেষ অভিযানে চিনি বোঝাই পিকাপ ভ্যান তল্লাশি করে ৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করে গোয়েন্দা পুলিশ। এসময় চিনি পাচারের দায়ে পেশাদার দুই চিনি ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর কোর্টে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার মো. ইস্রাফিলের ছেলে ছামিম আহমেদ রেজভি এবং পিকাপ চালক ওই এলাকার মো. শাহজাহানের ছেলে মো. আবুল।
পুলিশের ডিবি (পশ্চিম) ওসি শাহনুর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের খবরে আমাদের একটি টিম বিকাল পোনে তিনটার দিকে পূর্বধলা থানাধীন জারিয়া সাকিনসহ নিরিবিলি হোটেলের সামনে পিকাপের পথরোধ করি। পরে পিকআপ গাড়ীসহ ৭৫০ (সাতশত পঞ্চাশ) কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় পেশাদার চোরাচালানকারী দুজনকে আটক করে থানায় মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। তারা দুজনই বিভিন্ন এলাকা দিয়ে এই চোরাচালান ব্যবসা করে আসছিলো।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।