সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সঞ্জিত চক্রবর্তী, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে পানিতে ডুবে সীমা দাস (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বাড়ির পাশের ডোবায় এই ঘটনা ঘটে। মৃত সীমা দাস উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের নীরেন দাসের মেয়ে। সে করকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

এলাকাবাসী জানায়, সকলের অজান্তে বাড়ির পাশে একটি ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সীমা। পরে খোঁজ না পেলে ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সীমা ও তার জমজ বোন গোসলে নেমেছিল। একজন বাঁচতে পারলেও অন্যজন তলিয়ে যায়। স্থানীয়রা সীমাকে যখন উদ্ধার করে ততক্ষণ সে মারা গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়