মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

লোক গানের কণ্ঠশিল্পী সংগীত পরিচালক “এস রুহুল” এর জন্মদিন আজ

উজ্জ্বল অধিকারী: আজ ০৮ অক্টোবর বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস রুহুলের জন্মদিন। এস রুহুলের জন্ম টাংগাইল জেলায়।বর্তমান সময়ের টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তালা, কলিজাতে লাগে সহ অনেক গুলো গানের কণ্ঠশিল্পী এস রুহুল, আর সিলেটের উদীয়মান কণ্ঠশিল্পী তোসিবার সাথে গাওয়া তালা ডুয়েট গানটিও বেশ শ্রোতা নন্দিত। নিজের গাওয়া গান সহ আরো বেশ কিছু জনপ্রিয় গানের সংগীত পরিচালক এ গুণী শিল্পী। তবে শুধু গানেই নয় ইদানিং টিভি নাটকেও উঠে আসছেন এস রুহুল।

এস রুহুল জানান যে আমি সব সময়ি আমার স্রোতাদের ভাল কিছু দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। গান ত অবিরত চলছেই সঙ্গে অভিনয়টাও চালিয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো ভাল ভাল কাজ আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়