মুহাম্মাদ (সাঃ)’র উপর কটুক্তি করায় বেনাপোলে বিক্ষোভ মিছিল
মো: সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেনাপোলে ইমাম পরিষদ,বেনাপোল পোর্টথানা শাখা ও নবী প্রেমিক তৌহিদী জনতা’র পক্ষ থেকে “বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল” অনুষ্ঠিত হয়।
শুক্রবার(৪ অক্টোবর) বাদ জুম’আ বেনাপোল বাজারস্থ বানিজ্যিক ভবন “রহমান চেম্বার’র সম্মুখে মুসলিম উম্মাহ’র বিশাল জমায়েত অনুষ্ঠিত হয়। অত্র এলাকার সকল মসজিদ-মাদ্রাসার শতশত মুসল্লি এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। বিক্ষোভ সমাবেশে ইমাম পরিষদ ও তৌহিদী জনতার পক্ষে বক্তব্য দেন-বেনাপোল জামে মসজিদের খতিব,মাহবুবুর রহমান, মুফতি আবু হানিফ,হা.মাও.জহিরুল ইসলাম,হা.মাও.আব্দুল আহাদ,মাও.আজিজুল হক,মুফতি আলমগীর,মাও.নুরুজ্জামান,মুফতি ওমর ফারুক,মুফতি সামছুল হক,মাও.হাবিবুর রহমান,হা.আব্দুল কুদ্দুস,মুফতি আবু সাইদ,হা.শাহআলম,মুফতি আবু সাইদ আহম্মেদ,মুফতি আব্দুল্লাহ,মুফতি আলমগীর জামিল,মুফতি নাজমুল হক,মুফতি সাইফুল্লাহ,মাও.জাহাঙ্গীর,হাফেজ শামীম,হা.মাও.মাহদী ও মুফতি ফিরদাইস প্রমূখ।
বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনও রাজ্য সরকার তাদের গ্রেপ্তার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট করবো। এ সময় আল্লাহ, রাসূল (সা.) ও কুরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
উল্লেখ্য,গত আগস্ট/২০২৪ ইং মাসে রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন দেয় বিজেপি’র বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। মহানবী (সা.)-কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরা হয় আজকের এই বিক্ষোভ সমাবেশে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।