টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পশ্চিম ভূঞাপুর (মাস্টারপাড়া) ঘরের গ্রিল কেটে রাতে এক দুর্ধর্ষ চুরি হয়েছে। চোর চক্র ১০ লক্ষ ৪৯ হাজার টাকার গহনা এবং। নগদ ৫ লক্ষ টাকা চুরি করে নিয়েছে।
বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে পশ্চিম ভূঞাপুর (মাস্টারপাড়া) মহির উদ্দিন মিন্টুর ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে লকার ভেঙে নগদ ৫ লক্ষ টাকা ও ৯ ভরি স্বর্ণের গহনা নিয়ে গেছে।
মিন্টুর স্ত্রী বিশিষ্ট কবি হালিমা খাতুন জানান, ঘরের ভেতরের রুম হওয়ায় গরমের কারণে ওই রুমে কেউ ছিলো না। রাতের কোনো এক সময়ে গ্রিল কেটে চোর ঘরে প্রবেশ করে লকার ভেঙে ২ টি গলার হার যার ওজন ৩ ভরি, ২ জোড়া হাতের বালা যার ওজন আড়াই ভড়ি, ২ জোড়া কানের দুল ১ ভড়ি, আঙটি ৭ টি ১৩ আনা, ১ চেইন ৯ আনা এবং রূপার বালা ১ জোড়া ২ ভড়ি। যার আনুমাণিক মূল্য ১০ লক্ষ ৪৯ হাজার টাকা। এছাড়া নগদ ৫ লক্ষ টাকা চুরি হয়েছে। এব্যাপারে মহির উদ্দিন মিন্টুর স্ত্রী কবি হালিমা খাতুন ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।