সলঙ্গায় ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মঙ্গলবার (১অক্টোবর) বাদ আসর থানা সদরের কদমতলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে ওলামা পরিষদের সভাপতি মুফতী আখতারুল ইসলাম সাহেবের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতী মারুফ হাসানের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ওলামা পরিষদের উপদ্রেষ্টা সিরাজগঞ্জ হতে আগত প্রবীণ মুরুব্বী মুফতী আব্দুর রউফ সাহেব। আরো বক্তব্য রাখেন ওলামা পরিষদের সেক্রেটারি মুফতী নুরুদ্দীন নোমানী সাহেব।
বিক্ষোভ সমাবেশে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা নিতেশ রানে এবং হিন্দু পন্ডিত রামগীরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ও দোষীদের ফাসির দাবিতে বক্তরা তাঁদের নিঃশর্ত ক্ষমা চাওয়াসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেন।
সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাও: মোঃ রফিকুল ইসলাম, মাও: আনিসুর রহমান আল হাদী,মুফতী আব্দুল ওয়াহাব,হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, হাফেজ মোঃ আল-আমিন সাহেবসহ সলঙ্গা থানা ওলামা পরিষদের নেতৃবৃন্দ।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে সদরের সকল মসজিদের মুসুল্লীসহ পার্শ্ববর্তী এলাকার কয়েক শতাধিক নবী প্রেমিকগণ অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে কদমতলা থেকে মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কদমতলা চত্বরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করেছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।