টাঙ্গাইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলার পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস পালনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা বুদ্ধি ও প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুসলিমা খাতুন, মধুপুর পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের তাজিয়া তাবাসসুম তিথি ও সিমরান ইসলাম প্রভা সহ অন্যান্যরা। আলোচনা শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।