শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সুষ্ঠু হলে নির্বাচন বিএনপি ২৫০টির বেশি আসন পাবে –  ব্যারিস্টার রুমিন ফারহানা

মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি ২৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে।।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গনিশাহ মাজার প্রাঙ্গণে সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন বিএনপি আয়োজিত
বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে সকল শহীদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘৫ আগষ্ট কিংবা জুলাইয়ের অভ্যুত্থান হঠাৎ করে ঘটা কোনো ঘটনা নয়। দীর্ঘ ১৭ বছর অনেক লম্বা সময়। এই সময়ে আমরা অনেক নেতাকর্মী ও ভাইকে হারিয়েছি। বিএনপি নেতাকর্মীরা গুম হয়ে গেছে। নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার-হাজার, লাখ-লাখ মামলা হয়েছে।’

শেখ হাসিনা ও তার ল্যাসপেন্সার এখনো তৎপর রয়েছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী বলেন, যে আত্মত্যাগের বিনিময়ে আমরা হাসিনাকে দেশ ছাড়া করেছি সেই আত্মত্যাগ যাতে গুটি কয়েক কমিটিবাজের কারণে ম্লান হয়ে না যায়।

রুমিন ফারহানা বলেন, ‘আমরা বিশ্বাস করি সংবিধান, আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয়, যদি সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয়। তাই আমি আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন।’

জেলা বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান কচি মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়