শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে সিএনজির ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থী নিহত

মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে সিএনজির ধাক্কায় জবা রাণী বিশ্বাস (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নবীনগর-রাধিকা সড়কের শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ মোড়ে এই ঘটনা ঘটে। নিহত জবা রাণী বিশ্বাস শিবপুর গ্রামের সূর্য বিশ্বাসের মেয়ে এবং শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ বিদ্যানিকেতনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় জবা রাণী স্কুলে যাওয়ার পথে স্থানীয় একটি দোকানে কিছু ক্রয় করতে যাওয়ার সময় একটি সিএনজি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, সিএনজিটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।।নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়