যৌথ বাহিনীর অভিযানে ১৬ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ১৬ লক্ষ টাকার ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। চিনি জব্দের বিষয়টি মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ।
সোমবার(৯ সেপ্টেম্বর)রাতে উপজেলা সদরের এতিমখানা রোড নামক এলাকায় রফিক মিয়া নামের এক ব্যক্তির গোডাউনে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। গোডাউনে কোন লোকজন না থাকায় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।
জানা গেছে, সীমান্ত উপজেলা কলমাকান্দার বিভিন্ন পয়েন্ট দিয়ে এক শ্রেণির অসাধু লোকজন দীর্ঘদিন ধরে চোরাই পথে অবৈধভাবে চিনি, মাদক, মসলা, কম্বল, শাড়ী, ত্রি—পিছসহ নানা ধরনের কসমেটিক সামগ্রী নিয়ে আসছে। এগুলো তথ্য পেয়ে সোমবার মধ্য রাতে যৌথ বাহিনীর কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশের নেতৃত্বে অভিযান করেন। এ অভিযানে চোরাকারবারি রফিকের ভাড়া নেওয়া গুদামঘর থেকে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ জানান, উপজেলা সদরে যৌথ বাহিনীর অভিযানে এক ব্যক্তির গোডাউন থেকে এই চিনি জব্দ করা হয়েছে। এই দিকে বিকেলে থানায় বিশেষ ক্ষমতা আইনের পুলিশ বাদী হয়ে রফিক নামের একজনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।