সরিষাবাড়ীতে ব্যবসায়ীর ওপর হামলায় থানায় মামলা
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে শফিকুল ইসলাম সাবু নামে এক ঔষধ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই ব্যবসায়ীসহ ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধায় শফিকুল ইসলাম সাবু বাদী হয়ে স্থানীয় আলমগীর হোসেনকে প্রধান আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলো- উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মুত আলা উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম সাবু, একই এলাকার সিদ্দিক মিয়া ও আব্দুর রশিদ। আহতদের মধ্যে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের গুটুর মোড় এলাকায় দীর্ঘদিন ধরে ঔষধ ও বিভিন্ন ডিলার শিপের ব্যবসা করে আসছে শফিকুল ইসলাম। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন শফিকুল ও তার দুই প্রতিবেশী। এসময় তার মোটরসাইকেল থামিয়ে শফিকুল ও তার সঙ্গীদের পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।
এসময় শফিকুল ইসলামের কাছে থাকা ব্যবসায়ী ২ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে ফিরার সময় ১০-১৫ জন মোটরসাইকেল থামিয়ে কিছু বুঝে উঠার আগেই অতর্কিত হামলা চালায় স্থানীয় আলমগীর ও তার লোকজন। এসময় কাছে থাকা ব্যবসায়ী কাজের ২ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় বিচার দাবি জানান তিনি।
এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, মসজিদ কমিটির বিষয় নিয়ে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। টাকা পয়সা নিছে কিনা সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।