সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, ৩টি পাইপগান ও কার্তুজ উদ্ধার
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখা তিনটি সচল ওয়ান শুটার পাইপগান ও ১৯ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (৮ সেপেটম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পারকোলা গুচ্ছগ্রামে পৃথক এ অভিযান চালানো হয়।
শাহজাদপুর থানার ওসি সবুজ রানা জানান, গুচ্ছগ্রামের সোলেমান ফকিরের ছেলে ছামাদ আলীর (৩৭) বসতঘরে অভিযান চালিয়ে খাটের নিচে প্লাষ্টিকের বস্তায় রাখা একটি ওয়ান শুটার পাইপগান ও ৬ রাউন্ড লিডবল কার্তুজ, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহাদত হোসেনের (২৬) বসতঘরে একই কায়দায় রাখা একটি ওয়ান শুটার পাইপগান ও ৭ রাউন্ড লিডবল কার্তুজ এবং মৃত মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলামের বসতঘর থেকে একটি ওয়ান শুটার পাইপগান ও ৬ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযানকালে অভিযুক্তদের পাওয়া যায়নি।
এসব ঘটনায় উল্লেখিত তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।