সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুটবল খেলতে নিষেধ করায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বাড়ির পাশে ফুটবল খেলতে নিষেধ করায় সুরুজ আলী (৫৯) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। অভিযুক্ত যুবকের নাম জাফর আলী।

মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুমারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী উপজেলার হিরনপুর কুমারকান্দা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত জসীম উদ্দীনের ছেলে। অভিযুক্ত জাফর জেলার সদর উপজেলার কুমারকান্দা গ্রামের মাহবুবের ছেলে। মাহবুব পূর্বে সুরুজ আলীর ব্যবসায়িক পার্টনার ছিলেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার কুমারকান্দা গ্রামের সুরুজ আলী ও একই গ্রামের জেলা সদরের প্রতিবেশী মাহবুব একসাথে শেয়ারে ফিশারির ব্যবসা করতেন। এক বছর আগে মতের অমিল হওয়ায় সুরুজ আলী মাহাবুবের কাছ থেকে চলে আসেন। এর মধ্যে আজ মঙ্গলবার বিকালে সুরুজ আলীর বাড়ির পাশের জমিতে মাহবুবের ছেলে জাফর আলী কয়েকজনকে নিয়ে ফুটবল খেলছিল।

ঘরের জানালায় বল এসে পড়লে তাদেরকে খেলা বন্ধ করতে বলেন সুরুজ আলী। এ নিয়ে মাহাবুবের ছেলে জাফর খেলা বন্ধ করবে না বলে সুরুজ আলীর সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জাফর আলী সুরুজকে কিল ঘুষি ও খাটের ছেলি দিয়ে মারপিট শুরু করে। এতে সুরুজ আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জাফর ও মাহাবুব পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পূর্বধলা থানার পরিদর্শক তদন্ত মোঃ মাসুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সুরুজ আলীর লাশ আধুনিক সদর হাসপাতালের মর্গে আছে। ময়না তদন্তের পর সুরতাল রিপোর্ট করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----