মিরসরাইয়ে বন্যায় বোনকে উদ্ধার করতে গিয়ে ভেসে গেল ভাই, মেলেনি খোঁজ
সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় পানিবন্দী বোনকে উদ্ধার করতে গিয়ে জাহাঙ্গীর আলম নামের এক ভাই পানির স্রোতে ভেসে যাওয়ার চারদিন পরও কোন খোঁজ মেলেনি। এতে অপেক্ষার প্রহর গুনছে ক্ষতিগ্রস্ত পরিবার। এখনো কি মৃত কিংবা জীবিত তাও জানেন না।
জাহাঙ্গীর আলম জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার তাজুল ইসলামের ছেলে। গত শুক্রবার উপজেলার ধুম ইউনিয়নের শুক্রবার ইয়ারহাটে এই ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলমের ভাই মো: সুমন জানান, গত শুক্রবার বন্যার পানি বেড়ে গেলে আমার বোন খালেদা আক্তার ধুমের শুক্রবার ইয়ারহাট এলাকায় নিজ বাড়িতে আটকে যান। ভাই গিয়ে বোন ও তার পরিবারকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্র পৌঁছে দেয়ার সময় পানির স্রোতে ভেসে গেছেন। এরপর থেকে তার খোঁজ পাইনি। জীবিত না মারা গেছে তাও বুঝতেছি না। ভাইয়ের অপেক্ষায় আমাদের দিন কাটছে, আদৌ পাবো কি না বুঝতেছি না।
হামদু চৌধুরী বলেন, জাহাঙ্গীর বোনকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানির স্রোতে ভেসে গেছেন। খুব নিরীহ পরিবারের ছেলে তিনি। তার একটি মেয়ে রয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।