সময় টিভি থেকে তিন সাংবাদিক চাকরিচ্যুত
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি থেকে চাকরিচ্যুত হয়েছেন তিন সাংবাদিক। তারা হলেন, প্রধান বার্তা সম্পাদক মুজতবা দানিশ, চিফ আউটপুট এডিটর লোপা আহমেদ ও অ্যাসাইনমেন্ট এডিটর খান মুহাম্মদ রুমেল। গতকাল রোববার সময় টিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে কর্মীদের এ বিষয়ে জানানো হয়েছে।’ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লেখিত তিন সহকর্মী আগামীর পথচলায় আমাদের সঙ্গে থাকছেন না।
সময় টিভির সম্প্রচার বন্ধ আপাতত বন্ধ আছে। সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ। গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।